আজকের শিরোনাম :

বেনজেমার পেনাল্টি মিস, শীর্ষে ওঠা হলো না রিয়াল মাদ্রিদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৯:৫৪

লা লিগায় রোববার (২ অক্টোবর) রাতে আক্রমণ-পাল্টা আক্রমণে রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার লড়াইটা বেশ জমছিল। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। তবে বিরতির পরপরই ম্যাচে ফিরে ওসাসুনা। আর ইনজুরি থেকে ফেরা করিম বেনজেমার পেনাল্টি মিস বর্তমান চ্যাম্পিয়নদের হতাশ করেছে। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে ওসাসুনা। চলতি আসরে টানা ছয় জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল বর্তমান চ্যাম্পিয়নরা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম ৯ ম্যাচ জয়ের পর জিততে ব্যর্থ হলো রিয়াল।

ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাঠে উপস্থিত দর্শকরা। ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে ওসাসুনার বক্সে ক্রস দেন ভিনিসিউস। বেনজেমা তখন ছিলেন অফসাইড পজিশনে, তবে বল স্পর্শের কোনো চেষ্টা তিনি করেননি। এক ড্রপ খেয়ে বল সরাসরি জালে যায়। চলতি মৌসুমে লিগে সাত ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো পাঁচটি।

দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে কিকে গার্সিয়ার দারুণ গোলে সমতায় ফেরে ওসাসুনা। উনাই গার্সিয়ার ক্রসে ডি-বক্সে লাফিয়ে স্প্যানিশ ফরোয়ার্ডের হেডে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়। লাফিয়ে নাগাল পাননি থিবো কোর্তোয়ার চোটে সুযোগ পাওয়া গোলরক্ষক আন্দ্রি লুনিন।

লা লিগায় সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে বার্সেলোনা। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আথলেতিক বিলবাও।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ