আজকের শিরোনাম :

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করল আইসিসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:২১

আর মাত্র ১৫ দিন পরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ঘোষণা অনুযায়ী টুর্নামেন্টটির সর্বমোট  প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আইসিসি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। আইসিসি জানায়, ১৩ নভেম্বর মেলবোর্নে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ীদের ১৬ লাখ ডলার (প্রায় ১৬ কোটি টাকা) এবং রানারআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক অর্থাৎ ৮ লাখ ইউএস ডলার (৮ কোটি টাকা)।

এছাড়াও টুর্নামেন্টের বাকি দুই সেমি-ফাইনালিস্টকে ৪ লাখ ডলার (৪ কোটি টাকা) করে মোট ৮ লাখ ডলার প্রদান করা হবে। সে সঙ্গে সুপার টুয়েলভে প্রত্যেক জয়ী দলের খাতায় যুক্ত হবে ৪০ হাজার ডলার করে, অর্থাৎ মোট ৩০ ম্যাচে আইসিসি খরচ করবে ১২ লাখ ডলার।

সুপার টুয়েলভ থেকে ছিটকে পড়া ৮ দলের প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে (৭০ লাখ টাকা)। এছাড়া প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া চার দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ