আজকের শিরোনাম :

কুমিল্লার অনুশীলনে ব্যাটিং পরামর্শক স্টিভ রোডস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ২১:০০

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ার অনুশীলনে যোগ দিয়েছেন দলের ব্যাটিং পরামর্শক স্টিভ রোডস। প্রথম দিন দলীয় অনুশীলনে সব ক্রিকেটার যোগ না দিলেও যারা ছিলেন তাদের নিয়েই কাজ শুরু করেছেন কোচ সালাউদ্দিন।

কুমিল্লার অনুশীলন। একাডেমী মাঠে যেন গুরু-শিষ্যর মিলন মেলা। ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে ঢাকায় এসে, একদিন পরেই মাঠে উপস্থিত টাইগাদের সাবেক কোচ স্টিভ রোডস। পুরনো গুরুকে পেয়ে একে একে হাজির তামিম, মাশরাফী, মুস্তাফিজরা। হয়েছে খুনসুটি, চলেছে পুরোনো দিনের স্মৃতিচারণা। 

স্টিভ রোডসের মত সিনিয়র কোচের সঙ্গে কাজ করাটা ইতিবাচক হিসেবে দেখছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, শেখার সুযোগ থাকছে তার সামনেও।

এবারের আসরে শক্ত বিদেশিদের সাথে তারুণ্য নির্ভর দল গড়েছে কুমিল্লা। সুযোগ পাবার পরেও পঞ্চপান্ডবের কাউকেই দলে ভেড়ায়নি ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়কত্ব পাবার দৌড়ে এগিয়ে ইমরুল কায়েস। লোকাল কাউকেই দেয়া হবে দায়িত্ব জানালেও খোলাসা করেন নি সালাউদ্দিন।

নিউজিল্যান্ড সিরিজ খেলে ফেরা লোকালদের অনেকেই ক্লান্ত। বায়োবাবলের ধকল কাটাতে শুরুর দিকে তাই হয়তো বিশ্রাম পাবেন কেউ কেউ।

২২শে জানুয়ারি সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ