আজকের শিরোনাম :

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ-আর্সেনাল দ্বৈরথ আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭

ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানইউ-আর্সেনালের দ্বৈরথ। বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় শুরু হবে ম্যাচটি।

প্রিমিয়ার লিগে সর্বশেষ চার ম্যাচে জয়হীন ম্যানইউ। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের আটে রোনালদোরা। আর্সেনালের সঙ্গে হোচট খেলে সেরা দশে থাকাটাও কঠিন হয়ে যাবে রেড ডেভিলসদের জন্য। দু'দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।  

আর্সেনালের ৮৫ ম্যাচ জয়ের বিপরীতে ম্যানইউ জিতেছে ৯৯ ম্যাচ। বাকি পঞ্চাশটি হয়েছে ড্র। আর্সেনালকে হারিয়ে বৃহস্পতিবার এক প্রতিপক্ষের বিপক্ষে শততম জয় রাঙাতে চায় ইউনাইটেড। ২৩ পয়েন্ট পাওয়া আর্সেনাল পয়েন্ট টেবিলের পাঁচে আছে। ম্যানইউকে হারাতে পারলে আপাতত চারে উঠে যাবে মাইকেল আর্তেতার দল।

হোমগ্রাউন্ডে আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে সবার দৃষ্টি থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খাদের কিনারা থেকে বারবার দলকে উদ্ধার করলেও প্রিমিয়ার লিগে ঠিক উল্টো সিআর সেভেন। হোম কিংবা অ্যাওয়ে লিগের কোনো ম্যাচেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না রোনালদো। বিগ ম্যাচের খেলোয়াড় বলে সবাই পর্তুগিজ তারকার সেরাটা আর্সেনালের বিপক্ষে প্রত্যাশা করছেন।

নিষেধাজ্ঞা কাটিয়ে হ্যারি মিগুয়েইর দলে ফেরায় ম্যানইউর শক্তিটা আরও বেড়েছে। ইনজুরি আক্রান্ত রাফায়েল ভারানে ও এডিনসন কাভানির অপেক্ষায় দল। চোটের কারণে আজকের ম্যাচে নেই পল পগবা। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ