আজকের শিরোনাম :

তৃতীয়বারেও করোনা পজিটিভ ইমরুল-তুষার, খেলা নিয়ে শঙ্কা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০১:২১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরুর আগেই হানা দিয়েছে করোনাভাইরাস। টুর্নামেন্ট শুরুর আগেই করোনা পজিটিভ হন বেশ ক'জন ক্রিকেটার। সবশেষ তৃতীয়বার করোনা পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন ইমরুল কায়েস ও তুষার ইমরান। ফলে এই টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তাদের।

শুক্রবার (২৯ মে) আক্রান্ত হলে শনিবার পুনরায় পরীক্ষা করানো হয় তাদের। এই পরীক্ষাতেও পজিটিভ হয়েছেন ইমরুল-তুষার। এ ছাড়া সাদমান ইসলামসহ আক্রান্ত হয়েছেন আরও ৭ জন ক্রিকেটার।

সোমবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ডিপিএল। করোনাভাইরাসের কারণে জৈব সুরক্ষাবলয়ে প্রবেশের আগে ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, কর্মকর্তা, মাঠকর্মী এবং এর সঙ্গে জড়িতে সবাইকে পিসিআর টেস্টের আওতায় এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে ২৬ মে'র প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাসহ মোট নয়জন করোনা পজিটিভ হন।

১২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। গত বছর করোনার প্রকোপে এক রাউন্ড খেলা হওয়ার পরই স্থগিত করা হয়েছিল টুর্নামেন্টটি। ফরমেট বদলে আবারও শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।  

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ