আজকের শিরোনাম :

আমাকে ভোট দেয়া লাগবে না, প্রধানমন্ত্রীকে ভোট দেন : সাকিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১১:১১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে নেমেছেন তিনি।  লড়বেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। নির্বাচনের আগে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন সাকিব।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য মাগুরা-১ আসন থেকে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাকিব। 

আশ্রয়ণ প্রকল্পে প্রচারণা চালাতে গিয়ে সাকিব আল হাসান বলেছেন, ‘আমাকে ভোট দেয়া লাগবে না, ভোট প্রধানমন্ত্রীকে দেন। যিনি আপনাদের জমি দিয়েছেন তাকে দেন।’

এর আগে আঠারখাদা ইউনিয়নে ভোটের প্রচারণায় গিয়ে সাকিব বলেছিলেন, ‘নৌকায় ভোট না দিয়ে অন্য মার্কায় ভোট দিতে চাইলেও কেন্দ্রে আসুন।’

এদিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের আয়োজনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে গত ২৭ ডিসেম্বর ক্রিকেটার সাকিব বলেছিলেন, ‘জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কাজ করছে, আমরা নিজেরাও কাজ করছি, সবার সহযোগিতায় ৭ জানুয়ারি ব্যাপক ভোটার উপস্থিতি করা সম্ভব হবে। ৩০ শতাংশ ভোট যুবলীগ এনে দিলেই এনাফ।’

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ