ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও স্বর্ণের দাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৮

ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এমন খবরের সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী বেড়েছে তেল ও স্বর্ণের দাম।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার খবরের পরপরই ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাড়িয়েছে ৮৮ ডলারে। একই সঙ্গে স্বর্ণের দাম আউন্স প্রতি বেড়ে ২ হাজার ৪০০ ডলারের পৌঁছেছে।

এদিকে হামলার পর জাপান, হংকং ও সাউথ কোরিয়ার বেঞ্চমার্ক স্টক সূচকও কমেছে। গত সপ্তাহে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন বিনিয়োগকারীরা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ওমান ও ইরানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ চলাচলকে প্রভাবিত করবে কিনা তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এমন অবস্থায় তেল এবং স্বর্ণের দাম আরও বৃদ্ধি পাবার শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার ১৯ এপ্রিল রাতে ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান জানিয়েছে, ইসফাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েল কোন হামলা চালায়নি। ইরানের এক কর্মকর্তা বলেছেন, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ