সলোমন দ্বীপপুঞ্জে চীনপন্থি প্রধানমন্ত্রী নির্বাচিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৪, ১২:১৫

সলোমন দ্বীপের আইনপ্রণয়নকারী বা এমপিরা চীনপন্থি জেরেমিয়া মানেলেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। 

এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপটি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে। আজ বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী ম্যাথিউ ওয়ালেকে ৩১-১৮ ভোটে পরাজিত করেন তিনি। 

সাবেক প্রধানমন্ত্রী মানাশেহ সোগাভারের স্থলাভিষিক্ত হবেন তিনি। মানাশেও ছিলেন পশ্চিমাদের কট্টর সমালোচক। ২০১৯ সালে তাইওয়ান ইস্যুতে সলোমন দ্বীপ যখন তার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে পাল্টে চীনকে সমর্থন দেয়। তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মানালে। তাইওয়ানের গোপন নিরাপত্তা এবং নিরাপত্তা প্যাকেজের মাধ্যমে চীনের ঘনিষ্ঠ হওয়া অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেছেন তিনি।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ