আজকের শিরোনাম :

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটোর নিন্দা হামাসের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১৭:১৫

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের নিন্দা জানিয়েছে। 

গাজা উপত্যকার শাসকদের এক বিবৃতিতে বলা হয়, ‘হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রদানের খসড়া প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদে আমেরিকান ভেটোর নিন্দা জানায়।’ 

ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখ-ে যুদ্ধের কারণে নিহতের সংখ্যা বেড়েই চলায় ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এমন প্রস্তাব উত্থাপন করা হয়।

এ বিষয়ে ভোটাভুটির প্রাক্কালে ইসরাইলের প্রধান মিত্র এবং সামরিক সহযোগী যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ প্রত্যাশিত ছিল। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল পাল্টা হামলা শুরু করে। ছয় মাসেরও বেশি সময় ধরে তা অব্যাহত রয়েছে।

আলজেরিয়া উত্থাপিত এ খসড়া প্রস্তাবের পক্ষে ১২টি দেশ ভোট দিয়েছে। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেয়ার সুপারিশ করা হয়।
খবর এএফপি

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ