আজকের শিরোনাম :

বাদুড় থেকে অন্য প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়ায় করোনা : গবেষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১৪:২৮

করোনাভাইরাস বাদুড় থেকে সরাসরি মানব দেহে ছাড়ায়নি। বরং তা বাদুড় থেকে অন্য প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে এসেছে বলে এক গবেষণায় উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথভাবে করা একটি গবেষণায় আরও দাবি করা হয়েছে, ল্যাবে এ ভাইরাস সৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সোমবার এপির এক প্রতিবেদন এসব তথ্য জানিয়ে বলা হয়, ওই গবেষণা প্রতিবেদনের একটি খসড়া তারা পেয়েছেন।

এই অনুসন্ধান নিয়ে অনেকেরই প্রত্যাশা ছিল। তবে বিজ্ঞানীরা ল্যাবে ভাইরাসের সৃষ্টির অনুমান ছাড়া বাকি সব ক্ষেত্রেই বাড়তি গবেষণার প্রস্তাব দিয়েছেন।

এর আগে এই প্রতিবেদন প্রকাশে বিলম্বিত করা হচ্ছে- এমন অভিযোগ বারবার উঠেছে। অনেকেরই প্রশ্ন- চীন কি তাহলে এই মহামারীর দায় তাদের ওপর থেকে প্রতিরোধের চেষ্টা করছে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, পরবর্তী কয়েকদিনেই গবেষণা প্রতিবেদনটি প্রকাশের জন্য তৈরি হয়ে যাবে।

তবে অনেকের আশঙ্কা- প্রকাশের আগেই তা বদলে যাবে কিনা?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চীনের উহান সফরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে।

উহান মিশনের নেতৃত্ব দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন, ‘প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এখন সেটার ফ্যাক্ট চেক করা হচ্ছে ও অনুবাদ করা হচ্ছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘কয়েকদিনের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে এবং আমরা তা জনসম্মুখে আনতে পারব।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ