আজকের শিরোনাম :

বিএফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১৯:৪২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে এক অনুষ্ঠানে মঙ্গলবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফডিসির সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট  অ্যাসোসিয়েশনের (টিসিএ) উদ্যোগে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ৩টা থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।    

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিউনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু এবং টিসিএ’র সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন, সাবেক সভাপতি শেখ মাহবুব আলম প্রমুখ।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন দীপ আজাদ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হন। এ সময় অনাহুত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতাহাতি হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক আহত হন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ