আজকের শিরোনাম :

লালপুরে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১৭:২৮

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের লালপুরে উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। 

এ সময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, লালপুর থানা অফিসার ইনচার্জ নাসিম আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তুজা লিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন প্রমুখ। 

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ