ফিরিঙ্গী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রদের মাঝে সিটি মেয়রের পক্ষে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৪০

নগরীর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের টেকপাড়া ও এয়াকুব নগরে অগ্নিকা ক্ষতিগ্র¯’দের মাঝে আজ মঙ্গলবার সকালে ওয়ার্ড কার্যালয়ের সম্মুখে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকা ও শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়।

সিটি মেয়রের পক্ষে নগদ এই অর্থ ও বস্ত্র বিতরণ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগীর. সংরক্ষিত কাউন্সিলর বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।   

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি শামীম আরা লুবনাকে সম্মাননা স্মারক প্রদান করেন মেয়র মেয়রের সাথে সাংসদ শামীম আরা লুবনার সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে টাইগারপাস’ চসিক কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীম আরা লুবনা সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় মেয়র শামীম আরা লুবনা এমপিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাক্ষাৎকালে দেশের উন্নয়নে চট্টগ্রামের ভূমিকা আরো বাড়াতে সংসদ সদস্য শামীম আরা লুবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন মেয়র।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ, গোলাম মোহাম্মদ জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী প্রমুখ।

ক্যাপশন :
১। ফিরিঙ্গি বাজার অগ্নিকান্ডেক্ষতি গ্রদের মাঝে চট্টগ্রাম সিটি মেয়রের পক্ষে নগদ অর্থ
ও শাড়ি-লুঙ্গি বিতরণ করছেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব
২। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীম আরা লুবনাকে ক্রেস্ট প্রদান করছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ