চিরিরবন্দরে মাদকসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৮ | আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৯

পড়নে লুঙ্গি সাদা পোশাকে ইজিবাইকে যাত্রী সেজে বস্তায় ভরে মাদক সরবরাহের চেষ্টাকালে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত ৫ এপ্রিল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কুতুবডাঙ্গা বাজারের দূর্গাপুর নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটক সাদ্দাম হোসেন (৩৬) দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দানিহারী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। ধৃত সাদ্দাম হোসেন সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে পাইকারি দরে স্থানীয় মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপ-পরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টিমও সে লক্ষ্যে অভিযান জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় মাদক কারবারি সাদ্দাম হোসেনকে ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় তিনি মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সকলের সহযোগিতার আহ্বান জানান। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ