ইসলামপুরে ৫০৬,৮২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১৩:২৭

জামালপুরের ইসলামপুরে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫০ হাজার ৬৮২টি পরিবার পাবে ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ইসলামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, কুলকান্দি ইউনিয়নের ২ হাজার ৭৫৭ জন, বেলগাছা ইউনিয়নে ৩হাজার ৯৬৮ জন, চিনাডুলী ইউনিয়নে ৪ হাজার ৩৬৭ জন, সাপধরী ইউনিয়নে ২হাজার ৪২২ জন, নোয়ারপাড়া ইউনিয়নে ৩ হাজার ৯৬৮ জন, ইসলামপুর সদর ইউনিয়নে ৩ হাজার ৭১৬ জন, পাথর্শী ইউনিয়নে ৪ হাজার ৬৪৭ জন, পলবান্ধা ইউনিয়নে ৩ হাজার ৩ শত জন, গোয়ালের চর ইউনিয়নে  ৪ হাজার ৬৪ জন, গাইবান্ধা ইউনিয়নে ৫ হাজার ৯৩জন, চরপুটিমারী ৪ হাজার ৯২৩ জন, চর গোয়ালিনী ইউনিয়নে ২ হাজার ৯৩৬ জনসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫০ হাজার ৬৮২ জন অতিদরিদ্র পাবে ১০ কেজি করে ভিজিএফ চাল। সর্বমোট ৫০৬,৮২০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত চাউল বিতরণ সম্পন্নের কাজ চলছে।

এবিএন/মোঃ শাহ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ