জলঢাকায় পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১৩:৫২

আসন্ন ২৮ এপ্রিল নীলফামারীর জলঢাকায় পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ২৮ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুপুর থেকেই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের  মধ্যে ২ জন নারীও রয়েছে। 

মনোনয়নপত্র জমাদান কারীরা হলেন, প্রয়াত পৌরমেয়র ইলিয়াস হোসেন বাবলু’র স্ত্রী নাজনীন চৌধুরী, ছেলে নাসিব সাদিক হোসেন (নোভা), এবং সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও তার সহধর্মিণী ইফফাত আরা জান্নাত, এছাড়া প্রভাষক সাদের হোসেন ও  উপজেলা ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক গোলাম আজম প্রমুখ। 

উল্লেখ যে, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এবারে মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার,১শত ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার,৭শত ৭৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৮হাজার ৪শত১৭ জন।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলুর মৃত্যুতে এ পদটি শুশ্য ঘোষণা করা হয়। 

এ পদে আগামী ২৮ এপ্রিল উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার  ছিল মনোনয়নপত্র জমা দানের শেষদিন। আশা করছি এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। 

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি ২০২৪ রাতে মেয়র ইলিয়াস হোসেন বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ