সারিয়াকান্দিতে যমুনা নদীতে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৬:১৮

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাট এলাকায় অবস্থিত যমুনা নদীতে (২৭ মার্চ) বুধবার বেলা ১২টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলার ফুলছড়ি ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে বাকিউল্লা (২২), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ কামারচর এলাকার মৃতঃ আসমান আলীর ছেলে মোঃ দুলু মিয়া (২৮), গয়েরঢোপা এলাকার মোঃ ওসমান আলীর ছেলে মোঃ ফুল মিয়া (২২) এবং মৃতঃ শাহা জামালের ছেলে মোঃ আমজাদ হোসেন (২৬)। পরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।

এবিএন/পাভেল মিয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ