আজকের শিরোনাম :

হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১৪:০৭

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২৬ (মার্চ) হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়েছে। একই সাথে সরকারী-আধা সরকারী, স্বায়ত্ত্বশায়িত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় দুর্জয় হবিগঞ্জ ও সংশ্লিষ্ট স্থানে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৮ টায় জালাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সাড়ে ১০টায় বালকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

এছাড়া দিনটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আলোচনা আয়েজন করে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ