সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে হামদর্দ’র ফ্রি চিকিৎসাসেবা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১৩:৩১

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে হামদর্দ ল্যাবরটরিজ (ওয়াকফ) বাংলাদেশ। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সুনামগঞ্জ শহরের মেজর ইকবাল রোডে কো¤পানী অফিস কক্ষে শতাধিক দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

হামদর্দ-এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেয়ার মেডিকেল সেন্টারের পরিচালক ডা. জিএইচএস মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী, হামদর্দ-এর সিনিয়র জোনাল ম্যানেজার মহি উদ্দিন আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী শুভ ব্রত বসু। 

হামদর্দ-এর সুনামগঞ্জ ব্রাঞ্চ ইনচার্জ মো. শাহজাহান মিয়া পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ব্যবসায়ী দেব ব্রত বসু, মেডিকেল অফিসার বিমমল রঞ্জন দাস প্রমুখ। আলোচনা সভা শেষে শতধিক দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। 

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ