ডিমলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১১:০৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সারাদেশের ন্যায় ২৬ মার্চ (মঙ্গলবার) ডিমলা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির প্রথম প্রহরে ডিমলা স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডিমলা উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমান্ড ডিমলা থানা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিমলা রিপোর্টার্স ইউনিটি, সরকারী বেসরকারি ব্যাংক বীমা এনজিও প্রমুখ। 

উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া শেষে, কোরআন তেলাওয়াত গীতা পাঠ শেষে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুভ উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়। পতাকা উত্তোলন পরবর্তীতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কুচকাওয়াজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন (ডোমার- ডিমলা) আসনের সাংসদ বলেন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। কিন্তু আজ ও একটি অপশক্তি এই বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে।তাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ষড়যন্ত্র করে কোন লাভ নেই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে আমাদের এই উন্নয়ন গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে উচিরেই বাংলাদেশ স্মার্ট দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবেই।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টো/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ