বোচাগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১৪:০৮

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি অশোক কুমার দেবনাথ। 

আজ ২৩ মার্চ শনিবার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকারের সভাপতিত্বে এক সুধী সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর মোহাম্মদ নুর-এ-আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এস,এম,এম, রোমেল প্রমুখ। 

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রবীণ ও নবীন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি অশোক কুমার দেবনাথ। 
২৩ মার্চ-২০২৪ থেকে মাসব্যাপী পর্যায়ক্রমে সেতাবগঞ্জ পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলবে। 

এবিএন/মোঃ সাজ্জাদুল আযম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ