আজকের শিরোনাম :

গলাচিপায় বঙ্গবন্ধুুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১২:০০ | আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:৫৭

পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়েছে।

আজ ১৭ মার্চ রবিবার সকাল ৯টার দিকে গলাচিপা জেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ও সুধীসমাজ মুক্তিযোদ্ধাবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাজী মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহআলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। এছাড়াও আরো উপস্থিত থাকেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

পরে, উপজেলা পরিষদ মিলোনায়তন হলরুমে সকলের অংশগ্রহণে বিভিন্ন সুধীসমাজ, সরকারি বেসরকারি কর্মকর্তা,  শিক্ষক, শিক্ষার্থী ও  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তাঁর জীবনাদর্শ বিষয় নিয়ে বিশেষ আলোচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন পল্লী উন্নায়ন কর্মকর্তা আহসান হাবিব শিবলী। 

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ