গলাচিপায় মহিষের আক্রমণে একজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১৩:৪৫

পটুয়াখালীর গলাচিপায় মহিষের আক্রমণে মনির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

১২ মার্চ মোঙ্গলবার সকাল ৭টার দিকে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট থেকে মনির হোসেন দুই লাখ ৪৫ হাজার টাকায় সোমবার একটি মহিষ ক্রয় করেন। মহিষটিকে মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্বে ঘাস খাওয়াতে নিয়ে গেলে মহিষটি হঠাৎ শিং দিয়ে পর্যাপ্ত আঘাত করলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গাজীপুর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।

গোলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান জানান, নিহতের বিষয়টি অত্যান্ত দুঃখজনক, পরিবারের কোন অভিযোগ না থাকায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনী প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ