আজকের শিরোনাম :

চিরিরবন্দরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১৪:২০

দিনাজপুরের চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়, ভিশন-২০৪১, এসডিজি মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতিগঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ মার্চ মঙ্গলবার উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দিনাজপুর জেলা তথ্য অফিস এ  নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে। 

সভায় দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো ফজলে এলাহী, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ময়েনউদ্দিন শাহ্, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুল বারী সরকার প্রমূখ বক্তব্য রাখেন। 

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ