শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১৫:১৮

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’-- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার। 

পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েট আমিনুর রশীদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেঘনা লাইফ ইন্সুরেন্সের ডিভিশনাল কো-অর্ডিনেটর (মার্কেটিং) প্রদীপ দেবনাথ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার সুলতান আহমদ প্রমুখ।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ