আজকের শিরোনাম :

চিরিরবন্দরে চার দিনব্যাপী অমর একুশ বইমেলা উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলা চত্বরে বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। এ বইমেলা পরিদর্শন করেন জার্মানের দুইজন নাগরিক।

বইমেলায় ১৫টি স্টল রয়েছে। এসব বইয়ের স্টলে বিভিন্ন প্রকাশনীর হাজারো বইয়ের সমারোহ। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। একুশে বইমেলার পাশাপাশি চলছে শীতের পিঠা উৎসব। বইমেলা ও পিঠা উৎসব মেলা আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত চলবে। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ