আজকের শিরোনাম :

চিরিরবন্দরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৯

দিনাজপুরের চিরিরবন্দরে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং ৪ দিনব্যাপী বইমেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, সকাল সাড়ে ৬টায় প্রভাতফেরি, বেলা ১১টায় ৪ দিনব্যাপী বইমেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও পিঠা উৎসব উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বইমেলায় ১৪টি স্টল, ব্লাড ডোনার গ্রুপের ক্যাম্পেইন, চিরি নদীর বাতিঘর, স্কাউট ও পিঠা উৎসবের ১০টি স্টল রয়েছে। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ