আজকের শিরোনাম :

ইনানী জেটিতে মিয়ানমারের ৫ সদস্যের প্রতিনিধি দল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ সে দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া ইনানী নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজে করে ৫ সদস্যের প্রতিনিধি দলটি সেখানে পৌঁছান।

বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে ১২ দিন পর ফেরত নিতে তারা কক্সবাজারে এসেছেন বলে বিজিবি থেকে জানানো হয়েছে।

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিও থুরা নুয়াং প্রতিনিধি দলটির ইনানী ঘাটে আসেন বলে নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানিয়েছেন, বিজিবি'র রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীরের নেতৃত্বে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রত্যাবাসন কমিটি গঠন করা হয়।

সে কমিটি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী বিজিপিসহ অন্যান্য সদস্যদের মিয়ানমারে প্রত্যাবাসনের সব প্রক্রিয়া সম্পন্ন করে।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ