জলঢাকা পৌরসভার মেয়রের দায়িত্বে কাউন্সিলর রনজিৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩২

নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়রের দায়িত্ব নিলেন কাউন্সিলর রনজিৎ কুমার রায়। 

সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর -১ শাখার উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত ৫ ফেব্রুয়ারি "২৪ তারিখের এক প্রজ্ঞাপনে জানা যায়, নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু মৃত্যুবরণ করায় সরকার তথা স্থান সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার পৌর শাখার আইন ২০০৯ এর ধারা ৩৩(১)(চ) অনুযায়ী  জলঢাকার পৌরসভার মেয়র পদ ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এক প্রজ্ঞাপন মূলে শূন্য ঘোষণা করেন। 

এদিকে  পৌর মেয়রের পদ শূন্য হওয়ায়  পৌরসভার নতুন মেয়র দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৪০(৩) অনুযায়ী পৌর মেয়রের প্যানেল হতে প্যানেল মেয়র -১ কাউন্সিলর রনজিৎ কুমার রায়কে পৌরসভার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ মেয়রের দায়িত্ব প্রদান করেন।

এদিকে সরকারী নির্দেশ পাওয়ার পর মেয়রের দায়িত্ব নিলেন কাউন্সিলর রনজিৎ কুমার রায়। 

দায়িত্ব নিয়ে তিনি বলেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন ও না ফেরার দেশে চলে যাওয়া মেয়র ইলিয়াস হোসেন বাবলুর অসমাপ্ত কাজগুলো যেন সুন্দরভাবে শেষ করতে ও নাগরিক সুযোগ সুবিধাসহ আধুনিক ও স্মার্ট পৌরসভা গঠন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ