আজকের শিরোনাম :

সাদুল্লাপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দু’দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৪ শুরু হয়েছে। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলানায়তনে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমূখ।  

প্রশিক্ষণ প্রদান করেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম। এতে প্রতিদিন ৭৫ জন করে মোট ১৫০ জন কৃষক অংশগ্রহণ করবেন জানা যায়। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ