আজকের শিরোনাম :

বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৩২ | আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪

বড়পুকুরিয়া কয়লা খনি প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত। মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে ৮ সময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল) প্রকোশলী মোঃ জোবায়ের আলী (৫৫) রংপুরে নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে কয়লার খনিতে আসার পথে রংপুর জেলার বদরগঞ্জ থানার নাগের হাট ব্রীজ সংলগ্ন পিলারের সথে সজোড়ে ধাক্কা লাগলে নিয়ন্ত্রন হারিয়ে গেলে ঘটনা স্থলে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার গ্রামের বাড়ি কুরিগ্রাম জেলার রাজার হাট নাজিম খান একালায় পারিবারিক কবরস্থানে দফন করা হবে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।  মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে সন্তানসহ অনেক আত্নীয়স্বজন গুণী গ্রাহী রেখে যান। 

তাঁর মৃত্যুতে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি প্রকোশলৗ খান মোঃ জাফর সাদিক ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরম করুনাময় ও আসীম দয়ালু আল্লাহ তাল্লার নিকট তার রুহের মাগফেরাত কমনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  
    
এবিএন/এম এ জলিল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ