আজকের শিরোনাম :

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:০৪

অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান চালিয়েছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপর পর্যন্ত উপজেলার বেতমোড় রাজপাড়া ও বড়মাছুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি ভাটার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা একই সাথে অবৈধ ইটের পাজা বিনষ্ট করে দেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিট্রেট মো. শৈকত রায়হান থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রন আইনে অভিযুক্ত করে ভাটার মালিক মোস্তাফিজুর রহমানকে দুইলাখ, মো. শহিদ মেম্বরকে এক লাখ এবং আলী হাওলাদারকে দেড় লাখ করে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম বলেন,পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভিন্ন তিনটি মামলায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট চলমান অব্যাহত থাকবে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ