কটিয়াদীতে শীতের রাতে উষ্ণতা নিয়ে এতিমদের দুয়ারে ইউএনও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২১ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৭

কনকনে শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম শিশু ও শিক্ষার্থীদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আচমিতা ও মুমুরদিয়া ইউনিয়নের হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল আলীম।

গত দুইদিন ধরে সূর্যের দেখা নেই কিশোরগঞ্জের কটিয়াদীতে। মৃদু শৈতপ্রবাহের সঙ্গে আছে হিমেল ঠান্ডা বাতাস। ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে কয়েকগুণ। মাঘের হাড়কাঁপানো শীতে দিশেহারা সাধারণ মানুষ। আর অসহায়, দরিদ্র ও এতিম শীতার্তদের উষ্ণতা দিতে রাতের আঁধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটে চলছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তাকে শীতের রাতে দুয়ারে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন মাদরাসার শিক্ষার্থীরা ও এতিমখানার শিশুরা।
কম্বল পেয়ে এতিম শিশু মো. অপূর্ব মিয়া (৮) বলেন, ‘এইবার ঠান্ডা খুব বেশি পড়েছে। রাইত হইলে কষ্টটা বেশি হয়। নতুন এই কম্বলটা দিয়ে আজ থেকে ভালো করে ঘুমাতে পারবো। প্রাণ খুলে দোয়া করি ইউএনও স্যারের জন্য।’

আচমিতা চারিপাড়া বাগে জান্নাত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফা বলেন, ‘আমরা খুব কষ্ট করে এই প্রতিষ্ঠানটি চালাই। এ বছর শীত বেশি হওয়ায় শিশুরা খুব কষ্ট করে রাত যাপন করছিল। কম্বল পাওয়ায় এতিম শিশুদের কষ্ট লাঘব হবে। কম্বল পেয়ে এতিমখানার শিশুদের চোখে মুখে হাসির ঝলক দেখা গেছে। এভাবে এই শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনও মহোদয়কে ধন্যবাদ।’

ধ্রুব/জসিম/রঞ্জন

এই বিভাগের আরো সংবাদ