আজকের শিরোনাম :

নির্বাচনী সহিংসতার প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ পূজা উদযাপন পরিষদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬

সদ্য সম্পন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার সকাল ১১টায় আখড়া বাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলে এ কর্মসূচি। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতকর্মীসহ সনাতন সম্প্রদায়ের মানুষ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অধ্যাপক প্রণব কুমার সরকার, সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিক পান্না দত্ত রায়,
কিশোরগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, সাধারণ সম্পাদক পল্লব কর, সদর পৌর উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক তমাল দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সহ-সভাপতি শ্রীমতি রুমা বনিকসহ অন্যরা।

বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ধ্রুব/জসিম/রঞ্জন

 

 

এই বিভাগের আরো সংবাদ