রুমায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০১

রুমায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রুমা উপজেলা পরিষদে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া  এ প্রশিক্ষণটি বিকাল ৫টায় শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা  তরুন চাকমা।

রুমা উপজেলায় ১৮টি ভোট কেন্দ্রে ৪৮টি কক্ষ রয়েছে। সে অনুযায়ী ২০ জন প্রিজাইডিং অফিসার, ৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৬ জন পোলিং অফিসারসহ মোট ১৭৯ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য যে, আগামী ৭ জানুয়ারি ২০২৪  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠিতব্য এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমায় ১৮টি ভোট কেন্দ্রে নারী পুরুষ মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৫৮৬ জন। 

এবিএন/চনুমং মার্মা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ