আজকের শিরোনাম :

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দুই স্বতন্ত্র প্রার্থীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১৫

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এএফ জসিম উদ্দিন আহমেদ (ট্রাক প্রতীক) ও লক্ষ্মীপুর-৩ আসনের এমএ সাত্তার (ট্রাক প্রতীক) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৃথকভাবে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সভা করেন তারা।

এসময় তারা নির্বাচনী প্রচারণায় নানা প্রতিবন্ধকতাসহ কালো টাকা, পেশী শক্তি ব্যবহার ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী জসিম উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচন সমন্বয়ক আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন আহমেদ ও মামুনুর রশিদ।

জসিম ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি।

জসিম উদ্দিন আহমেদ বলেন, কালো টাকার ছড়াছড়িতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ পরিবর্তন ঘটাবে।

লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী সাত্তারের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুলসহ কয়েকজন। সাত্তার রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।

এমএ সাত্তার বলেন, নৌকা প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের হুমকি-ধামকি দিয়ে আসছে। আমি ও আমার কর্মীরা শান্তিতে বিশ্বাস করি। পরিস্থিতি যেমনই হোক আমি নেতাকর্মীদের সঙ্গে আছি। তাদের ছেড়ে কখনও যাইনি, যাবও না।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ