ভুরুঙ্গামারীতে টিএমএসএসের উদ্যোগে প্রতিবন্ধীদের সফলতাবিষয়ক অনুষ্ঠান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৮

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টিএমএসএস‘র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় যারা প্রকল্প সহায়তা প্রাপ্তির মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন এবং ইতিমধ্যে নিজেদেরকে দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে স্থাপন করেছেন তাদেরকে উক্ত প্রকল্পের মাধ্যমে পুরস্কৃত করা এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টিএমএসএস পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় উপজেলার ছাট গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (দেবীবাড়ী) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল আলিম সরকার।

প্রকল্প সমন্বয়কারী আলমগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শামসুল আলম, নজরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার রবিউল ইসলামসহ অন্যান্য সহকারী কারিগরী কর্মকর্তাবৃন্দ। 

এ সময় তিনজন প্রতিবন্ধী যথাক্রমে জলিল, মফিজুল ও মসনা বেগমকে পিপিইপিপি-ই্ইউ প্রকল্পের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। 

এবিএন/এ এস খোকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ