লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯

নড়াইলের লোহাগড়া উপজেলায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৩৯তম বৃত্তি প্রদান করা হয়েছে। গত রোববার দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি দেয়া হয়।

আয়োজকরা জানান, লোহাগড়ার চারটি কলেজ, ৩০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি মাদরাসাসহ উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ২৭৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ লাখ টাকার শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। 

সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শ ম আনারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যশোর পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার এ এইচ এম আব্দুর রউফ। 

বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার লিনা, ট্রাস্টি সদস্য সহকারী অধ্যাপক মরিয়ম বেগম সাথী, লোহাগড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ অনেকে। 

এবিএন/ফরহাদ খান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ