আজকের শিরোনাম :

নলডাঙ্গা খাদ্য গুদামে চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:১৭

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুুমে ধান চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৬ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, নলডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ধান চাউল ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিন, রফিকুল ইসলাম ভুট্রু,আরিফুল ইসলাম সীমাš, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক এবং গুদামের কর্মচারীগণ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মৌসুমে স্বচ্ছতার ভিক্তিতে কৃষক আ্যপস অনলাইনে কৃষকদের আবেদনপূর্বক তা যাছাই বাছাই করে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা হবে। 

উল্লেখ্য, এবারে এগুদামে সরকার নির্ধারিত প্রতি কেজি সিদ্ধ চাউল ৪৪ টাকা দরে একহাজার মেট্রিক টন চাউল ও  প্রতি কেজি ধান ৩০ টাকা দরে প্রায় ২ শত মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবিএন/মোঃ শহিদুল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ