আজকের শিরোনাম :

নির্বাচন অফিসের পেছনে ককটেল বিস্ফোরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০০:৩০

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের পেছনের সীমানা প্রাচীরে ২টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত  ৯ টার দিকে ককটেল নিক্ষেপের ওই ঘটনা ঘটে। তবে, বিস্ফোরণে কোন ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে জানান, ‘দুষ্কৃতিকারীরা ওই ককটেল বিস্ফোরণ ঘটালেও, এখনো কাউকে চিহ্নিত করা যায়নি। তবে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে পুলিশি অভিযান চলবে।’

তিনি বলেন, ‘নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। জেলা নির্বাচন অফিসের চারপাশে পর্যাপ্ত আলো এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না। এই সুযোগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। নির্বাচন অফিসকে বলা হয়েছে তারা এ বিষয়ে ব্যবস্থা নিবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান,‘আম বাগান থেকে অন্ধকারে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগামীতে আরও সতর্ক থাকবেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ