ভুরুঙ্গামারীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিপন্ন প্রজাতির এক পাহাড়ী শকুন উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে শকুনটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেছে এলাকাবাসী। 

জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের জনৈক মাইনুল ইসলাম সুজন ডিপের হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ শকুনটি উড়ে এসে তার মটরসাইকেলের সামনে পড়ে। পরে তিনি মোটরসাইকেল থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় শকুনটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসের লোক ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে আসে।
 
এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার জানান, শকুনটি উদ্ধার করে প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে আসা হয়েছে। শকুনটিকে দেখে অসুস্থ মনে হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এবিএন/এ এস খোকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ