কয়রা উপজেলার হাজতখালিতে ‘উত্তরণের’ উদ্যোগে রাস্তা নির্মাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১৩:৪৯

জলবায়ু স্থানচ্যুতি প্রভাবিত সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের হাজতখালি গ্রামে উত্তরণের উদ্যোগে ও নরওয়েজিয়ান রিফিউজ কাউন্সিলের আর্থিক সহয়তায় ২ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ৮৮০ ফুট দৈর্ঘ্যরে মাটির রাস্তা নির্মাণ শুরু হয়েছে। 

আজ রোববার সকালে রাস্তা সংস্কার কাজের উদ্ধোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যন আ’লীগ নেতা আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি। 

এ সময় ইউপি মেম্বর আ’লীগ নেতা গণেশ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, ইউপি মেম্বর মোস্তাফিজুর রহমান, উত্তরণের উপজেলা ম্যানেজার তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সমাজসেবক মোশাররফ হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। ২০ দিনের মধ্যে রাস্তার নির্মাণ কাজ শেষ হবে এর ফলে হাজতখালি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে স্থানীয়রা জানান।  

এবিএন/শাহীন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ