বালিয়াডাঙ্গীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১৪:২৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে মাসুদ রানা ওরফে আদম (২৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের এরশাদ আলীর ছেলে মাসুদ রানা ওরফে আদমকে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বলেন, স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করে ওই যুবক। পরে ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের অবগত করলে তারা ওই যুবককে আটক করে প্রশাসনকে জানায়। অভিযুক্ত মাসুদ ওরফে আদম দোষ স্বীকার করায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, সাজাপ্রাপ্ত যুবকের সাজার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

এবিএন/মোঃ রমজান আলী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ