মিরসরাইয়ে চলন্ত বাস-ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১০:৩৪

চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে চলন্ত যাত্রীবাহী কয়েকটি বাস-ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্রুত গতিতে যানবাহনগুলো ঘটনাস্থল ত্যাগ করায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস ও দুটি মালবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় যানবাহনগুলো দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

মিরসরাই সদর এলাকায় বসবাস করেন এমন একজন ব্যক্তি নিজের নামপরিচয় প্রকাশ না করা শর্তে জানান, কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়ার চেষ্টা করে। যানবাহনগুলো চলন্ত অবস্থায় থাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

অবশ্য এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। 

এবিএন/দিদারুল আলম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ