আজকের শিরোনাম :

শিবপুরে ভাতাভোগী ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৬:১৯

নরসিংদীর শিবপুর উপজেলার ১নং দুলালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার ২৫ অক্টোবর বেলা ১১টায় দুলালপুর ইউনিয়ন পরিষদের পাশে খেলার মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১নং দুলালপুর ইউনিয়নের উদ্যোগে দুলালপুর ইউনিয়ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২ হাজার ২শত নারী-পুরুষ ও শিশুদের মাঝে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতা ভোগী ও ১নং দুলালপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূঁইয়া মোহন। 

১নং দুলালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১নং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহ্ফুজুল হক শামিম মোল্লা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূঁইয়া মোহন। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহকারি কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া, শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।

এতে আরোও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক আশাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: ফারুক খান, ১নং দুলালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিয়োদ্ধা মো: রমিজ উদ্দিন, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মজিবুর রহমান সরকার। 

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বিএসসি, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দুলালপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা এ সময় উপিস্থত ছিলেন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এম এ আজিজ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আজ অনেক উন্নয়ন হয়েছে। দেশে ভূমিহীনদের মাঝে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। দেশের গরীব ও অসহায় মানুষের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে যাচ্ছে। আবারও নৌকায় ভোট দিলে এই ভাতার পরিমান আরো বৃদ্ধি করবে। দেশের মানুষ অনেক সুখে থাকবে।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ