আজকের শিরোনাম :

মাটিরাঙ্গায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের ৬ মাসের জেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১৩:২৩

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাটিরাঙ্গা উপজেলাতে ইভটিজিংয়ের দায়ে মো: নিজাম উদ্দিন নামে এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ অক্টোবর ২০২৩) সকালে এ ঘটনা ঘটে। সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলার বাবুপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী এ আদেশ দেন। 

ঘটনার বিবরনে জানা যায়, মাটিরাঙ্গায় এক পাহাড়ি স্কুলছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, অভিযুক্ত সেটলার মো: নিজাম উদ্দিন। আটকের পর এলাকাবাসী তাকে পুলিশের নিকট সোপর্দ করে। জেলার মাটিরাঙ্গা উপজেলার বাবুপাড়া এলাকায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে যৌন হয়রানির চেষ্টাকালে এলাকাবাসী মো: নিজাম উদ্দিন নামে এক সেটলারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার সময় ভুক্তভোগী স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। এ সময় মো: নাজিম উদ্দিন ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। এতে ওই ছাত্রী চিৎকার করলে এক টমটম চালক তা দেখে আশে-পাশের লোকজনকে জানায়। এরপর লোকজন ছুটে গিয়ে নিজাম উদ্দিনকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুপাড়া সড়কে এক শিক্ষার্থীর পথ আটকিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন মো: নিজাম উদ্দিন। এসময় ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন তিনি। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে।

তখনই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী সেখানে গিয়ে তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।

তিনি বলেন, মো: নিজাম উদ্দিন বিদ্যালয় গামী শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বলে স্বীকার করেছেন। শিক্ষার্থীকে উত্ত্যক্তকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
যৌন হয়রানির চেষ্টাকারী মো: নিজাম উদ্দিন মাটিরাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার বাসিন্দা মো: গেদু মিয়ার ছেলে। তিনি পেশায় ইটবাহী ট্রাকের শ্রমিক।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বখাটে মো: নিজাম উদ্দিনকে পুলিশ আটকে পর নিজাম উদ্দিনকে মাটিরাঙ্গায় থানায় নেয়া হয়। পরে খাগড়াছড়ি জেলহাজতে চালান দিয়েছে বলে জানা গেছে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ