আজকের শিরোনাম :

হাতীবান্ধায় নিখোঁজের পাঁচদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২

লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের পাঁচদিন পর নিজ বাড়ি থেকে জালাল উদ্দিন (৪৫) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে স্ত্রীর পরকীয়ার বলি জালাল উদ্দিন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলাগুরি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের নিচ বাড়ি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

জালাল উদ্দিন উপজেলার ভেলাগুরি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের মৃত ছবিল উদ্দিন ছেলে। স্থানীয়রা জানান, জালাল উদ্দিন গত পাঁচদিন থেকে নিখোঁজ ছিলেন। আজ শনিবার দুপুরে অর্ধগলিত জালাল উদ্দিনের মরদেহের দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ