আজকের শিরোনাম :

কাপ্তাইয়ে ৫০ হাজার গাছের চারা বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১৬:৩৭

রাঙামাটির কাপ্তাইয়ে উপকারভোগী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে ৫০ হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জ এর আয়োজনে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি নার্সারী কেন্দ্রে এসব গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। 

এ সময় উপজেলা  নির্বাহী কর্মকর্তা রুমন দে, সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, ১ নম্বর চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইউপি সদস্য মো. সরোয়ারসহ  উপকাকারভোগীরা উপস্থিত ছিলেন।

২০২২-২৩ আর্থিক অর্থবছরে এসআইডি- সিএইচটিএস প্রকল্পের অর্থায়নে কাপ্তাই উপজেলার ১২৭ জন ব্যক্তি এবং ২৫টি প্রতিষ্ঠানের  মধ্যে ৫০ হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ