আজকের শিরোনাম :

তজুমদ্দিনে মৎস্য সপ্তাহ উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১২:১০

ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশকে বিশ্বের বুকে মৎস্য সেক্টরে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ উপজেলার মৎস্য সম্পদ উন্নয়নে ও এসডিজি সফল রুপায়ণে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান। শুভেচ্ছা বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির কথা অবহিত করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা বি. এ. মোফাজ্জল, ইউপি চেয়ারম্যান একেএম শহীদুল্লাহ্ কিরন প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নূরনবী শিকদার, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মাস্টার, মডেল প্রেসক্লাবের সভাপতি চপল রায়, অফিস সহকারী মনির হোসেন সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন। 

উপজেলার তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এবিএন/চপল রায়/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ