নদীতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের কোরাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১৬:০৪

বরগুনার তালতলীতে পায়রা নদীতে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। 

আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে হাশেম নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পায়রা নদীর তেঁতুলিয়া এলাকায় জাল ফেলেন জেলে হাশেম। আজ সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বড় সাইজের একটি কোরাল মাছ ধরা পড়েছে। এরপর এটিকে তালতলী মাছ বাজারে আনা হয়। সেখানে বশির হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ১৫ হাজার ৬৭৫ টাকায় মাছটি বিক্রি করেন হাশেম। মাছটির ওজন হয়েছিল ১৬ কেজি।

জেলে হশেম মিয়া বলেন, পায়রা নদীতে মাছ ধরে জীবিকা চালাই। প্রতিদিনের মতো গতকাল রাতে নদীতে জাল ফেলেছি। এ সময় বড় আকৃতির এই কোরাল  মাছটি ধরা পড়ে। পরে তালতলী বাজারে নিয়ে মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় বসির হাওলাদার নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে পায়রা নদীতে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ